বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর বগুড়া-৬ সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে পরিচ্ছন্ন শহর ও সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তুলবে। রিজিকের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ব্যবসা। আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম ঘোষনা করেছন। রাসুল সা. বলেছেন, রিজিকের ৯০ ভাগ রয়েছে ব্যবসার মধ্যে। কিন্তু চাঁদাবাজী, গুদামজাতকরন এবং মধ্যস্বত্তভোগীদের কারনে আজ ব্যবসায়ী এবং ক্রেতা উভয় ক্ষতিগ্রস্ত। আমরা ব্যাবসায়ীদের জন্য সুদমুক্ত ঋন এবং চাঁদাবাজ মুক্ত পরিবেশ নিশ্চিত করবো। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। তিনি রবিবার বিকেলে বগুড়া শহরের নিউ মার্কেটে ফতেহআলী বাজার ও রাজাবাজার এলাকায় গণ সংযোগকালে সাংবাদিকদের একথা বলেন। তিনি আলো বলেন দিনের বেলায় ফতেহ আলী বাজারের সামনে রাস্তার উপর ময়লা আবর্জনার ভাগাড় থাকবে না। দুর্গন্ধময় পরিবেশে ব্যবসায়ীদের থাকতে হবেনা ইনশাআল্লাহ। একই সাথে তিনি রাস্তায় দোকান রেখে ভাসমান ব্যবসায়দের উত্তম কর্মসংস্থান তৈরী করা হবে বলে ঘোষনা দেন। গণ সংযোগকালে উপস্থিত ছিলেন শহর অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, শহর প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ব্যবসায়ী নেতা মামুনুর রশিদ, রাজাবাজার আড়ৎদার সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, ৫ নং ওয়ার্ড সভাপতি জাকারিয়া ইসলাম, ওয়ার্ড সেক্রেটারী আব্দুল বাসেদ, মাওলানা নুরুল ইসলাম, ডা. আবু বক্কর সিদ্দিক, শহীদুল ইসলাম, শ্রমিক নেতা জিয়া আলম প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
