বগুড়া সংবাদ: বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, ২৮ অক্টোবরের হত্যাযজ্ঞের মাধ্যমে আওয়ামী-বাকশালীরা দেশে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিলো। আওয়ামী জাহেলিয়াত জুলুম নির্যাতন হত্যা করে জামায়াতের আন্দোলন বন্ধ করতে চেয়েছিলো কিন্তু পারেনি । পল্টন হত্যাযজ্ঞ নিছক কোনো হত্যাকাণ্ড ছিলো না। তা ছিলো দেশ ও জাতিসত্তা বিরোধী গভীর ষড়যন্ত্রের অংশ। সেদিন খুনীরা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং লাশের ওপর নৃত্য করে দানবীয় উল্লাসে মেতে ওঠেছিলো। আইয়্যামে জাহেলিয়াতে এ ধরনের নির্মমতা লক্ষ্য করা যায়নি। কিন্তু আওয়ামী লীগের দ্বারাই তা সম্ভব হয়েছিলো। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এসব খুনীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা যায়নি। তিনি মঙ্গলবার বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে বগুড়া শহর জামায়াত আয়োজিত পল্টন ট্রাজেডি দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, আইন সম্পাদক এ্যাডভোকেট শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন প্রমুখ। পরে তিনি ২৮ অক্টোবরের শহীদদের স্মরণ করেন এবং তাদের শাহাদাত কবুলিয়াতের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন।
ক্যাপশন: মঙ্গলবার বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে পল্টন ট্রাজেডি দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া সদর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল-
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
