বগুড়া সংবাদ : বগুড়ার বিশিষ্ট দুই ব্যক্তিকে পুন্ড্রপদক প্রদানের মধ্যে দিয়ে শেষ হয়েছে বগুড়া বইমেলা। নানা আয়োজনে বইমেলাকে ঘিরে লেখক, পাঠক আর সাংস্কৃতিক কর্মীদের পদচারনায় ছিল মুখরিত। মুখিরিত থাকা এই মিলনমেলা ভেঙ্গে যায় ১ মার্চ। নতুনের প্রত্যাশায় আবারো শুরু হবে আগামী বছর। এবছর পুন্ড্রপদক প্রদান করা হয় উদীচী জেলঅ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সেবহান মিন্নু ও নাটকে অবদান রাখায় নান্দনিক নাট্য দলের
সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করে বগুড়া বইমেলায় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া পৌরসভা, বগুড়া প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বগুড়ার বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকগণ, কবি, সাহিত্যকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এবিএম জিয়াউল হক বাবলা, হাকীম মজিদ মিয়া, আসাদ হোসেন, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির, এসএম বেলাল হোসেন, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্রু,সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, রেবেকা সুলতানা মৌসুমী, প্রবীর মোহন্ত, আব্দুল আউয়াল, রবিউল করিম হৃদয়। এসময় জোটভুক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Check Also
নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা
বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …