সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় চা দোকানীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় সিরাজুল ইসলাম স্বপন(৪৮) নামের এক চা দোকানী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত সিরাজুল উপজেলার তালোড়া ইউনিয়নের গাংবেলঘড়িয়া গ্রামের মৃত শাহজাহান খন্দকারের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গাংবেলঘড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম তালোড়া রেল স্টেশনে ঘর ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে চা বিক্রি করতো। গত ২৯ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে সিরাজুল বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। গত ২মার্চ শনিবার পর্যন্ত বাড়িতে না ফেরায় ও মোবাইল ফোন বন্ধ থাকায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় স্টেশনে অবস্থানরত লোকজন ও তার পরিচিতজনরা ওই চায়ের দোকানে গিয়ে দেখেন দোকানের সার্টার নামানো থাকলেও তালা লাগানো নেই। খুলে দেখেন সিরাজুল গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে। খবর পেয়ে রাতেই সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা সিরাজুলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Check Also

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা

বগুড়া সংবাদ :বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদলের প্রস্তুতি সভা দলীয় কার্যালয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *