সোনাতলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ সার বিতরণ

বগুড়া সংবাদ : গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে হাইব্রিড জাতের নানা প্রকার ফসলের বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসব্জি, নানা প্রকার ফসলের বীজ ও সার বিতরণ পূর্ব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ও কৃষকদের মাঝে-বীজ সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক,পরিসংখ্যান অফিসার শাফিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার শাহ জামাল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপ্তি রাণী রায়,কৃষি সম্প্রসারণ অফিসার সাবিহা আক্তার সুরভী,সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোশাররফ হোসেন মজনু,তেকানী চুকাই নগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু তাহের,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য অফিসার ও কর্মচারী। বীজের মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, পালংশাক, লাল শাক, শসা,সরিষা,গম,মসুর ইত্যাদি। সেইসাথে রয়েছে সার।

 

 

Check Also

আদমদীঘিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আদমদীঘিতে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *