বগুড়া সংবাদ : জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, পি আর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবীতে বুধবার বিকেলে বগুড়ায় মানব বন্ধন করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথায় জেলা ও শহর জামায়াতের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, জেলা সেক্রেটারী মাওলানা মানছুরুর রহমান, শহর সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, কর্মপরিষদ সদস্য এ্যাড. রিয়াজ উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শহর জামায়াতের সহকারী সেক্রটারী অধ্যাপক রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর জামায়াতের অফিস সম্পাদক মাওঃ আব্দুল হামিদ বেগ, আইন সম্পাদক আইন সম্পাদক এ্যাড. শাহিন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম তুহিন, মাওলানা হেদাইতুল ইসলাম, এ্যাড. নূরুল ইসলাম আকন্দ প্রমূখ। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সুখী, সমৃদ্ধশালী, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে। প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়নের জন্যই জামায়াতে ইসলামীসহ অধিকাংশ রাজনৈতিক দল পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবী জানাচ্ছে। আমরা মনেকরি যারা বিরোধীতা করছেন তারাও একদিন পি আর পদ্ধতির সুফল বুঝতে সক্ষম হবেন এবং এই দাবী মেনে নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহন করবেন। মানব বন্ধন পূর্বে কোর্ট চত্তর পশ্চিমে ইয়াকুবিয়া মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
