
বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, মানুষের তৈরী করা মতবাদে কোনদিন সমাজে শান্তি প্রতিষ্ঠা হবেনা। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের পক্ষে জনগণ রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত রাস্ট্র উপহার দিবে। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। ক্ষমতায় গেলে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে জামায়াতের প্রধান কাজ।
তিনি শুক্রবার বিকেলে বগুড়া শহরের ঘুনিয়াতলা স্কুল মাঠে ২১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকে গণ সংযোগ শেষে নির্বাচনী জনসভায় একথা বলেন। ২১ নং ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহবুবর রহমানের পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন শহর সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল আমিন তরফদার, এ্যাভোকেট রিয়াজ উদ্দিন, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, ব্যবসায়ী নেতা মাহফুজুল হক, মাওলানা আব্দুল জলিল, মেহেদী হাসান সুমন, কাজী মামুন প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সহ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অন্যায়, জুলুম, নির্যাতনসহ হাসিনার মতো ফ্যাসিজম থাকবে না। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। ফ্যাসিস্ট সরকারের দূনীতি, জুলুম, নির্যাতের বিচার দৃশ্যমান হতে হবে। কিন্তু বর্তমান সরকার অনেক গুলো বিষয় নিয়ে কাজ করার কথা বলেও এখনো পর্যন্ত নির্বাচনের জন্য যে লেবেল প্লেয়িং ফিল্ড দরকার যা করতে ব্যর্থ হয়েছে।