সর্বশেষ সংবাদ ::

ইসলামী ব্যাংকে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে দুপচাঁচিয়ায় মানববন্ধন

বগুড়া সংবাদ:  ইসলামী ব্যাংকে এস আলম গ্রæপের অবৈধ্য নিয়োগ, অর্থ আত্মসাৎ ও পাচারের প্রতিবাদে দুপচাঁচিয়ায় বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬অক্টোবর রোববার সকালে সিও অফিস নিউ মার্কেট ব্যাংকটির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী মাওলানা বুলবুল আহমেদ বাশার, আবু সাঈদ, গ্রাহক ফোরামের হেলালুল ইসলাম, জিয়াউল হক লিটন প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এস আলম গ্রæপের নিয়ন্ত্রণে থাকাকালে ব্যাংকটির পর্ষদ সম্পূর্ণ অবৈধভাবে বহু কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিল। তারা অবিলম্বে এসব কর্মকর্তাদের ব্যাংক থেকে বহিষ্কারের দাবি জানান। ২০১৭ থেকে ২০২৪ সালে এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল,অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা, এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ, যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ওমর ফারুক, আব্দুল মতিন, বেলাল হোসেন, আব্দুল করিম, মুক্তার হোসেন, আব্দুর রহিম ,আজহার আলী,আব্দুল মতিন,ইব্রাহীম,তাকবির হোসেন, মামুনুর রশিদ প্রমুখ।

Check Also

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *