সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরুর নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের লিফলেট বিতরণ, ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা ও পথ সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে হাজার হাজার নেতা-কর্মীকে সাথে নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কে সাধারন জনগণের হাতে হাতে লিফলেট বিতরণ করেন বগুড়া-৩ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।

লিফলেট বিতরণ শেষে সান্তাহার রেলগেট চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফিরোজ মো : কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাবেক পৌর কাউন্সিলর মমতাজ আলী, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, কৃষক দলের সভাপতি ও সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম, শাহাজান আলম স্বপন, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মানিক হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ লিয়ন, সান্তাহার পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ছনি, ছাত্রদল নেতা আব্দুল আজিজ আবিদ, পৌর তাঁতী দলের সভাপতি জোবায়ের হোসেন জবা, পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রিকু, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ গল্টু, মহিলা দলের নেত্রী রিনা আক্তার, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিমসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দল, শ্রমিক দল ও তাঁতীদলের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু বলেন, বাংলাদেশকে একটি আধুনিক ও জনকল্যাণ মূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই ৩১ দফা রূপ রেখা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে আমরা এই লিফলেট বিতরণ করছি।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির সামনে তুলে ধরেন। এই ৩১ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো সারা দেশ ব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সান্তাহারে এই লিফলেট কর্মসূচি পালন করা হয়।

Check Also

বগুড়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ :  বগুড়ায় টাইফয়েড টিকাদন ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *