
বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা, শিবগঞ্জ ,বগুড়া) :
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় গ্রে*প্তারের পর হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেছেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু। একাধিক মামলার আসামি রাজুকে গ্রে*প্তার করতে আসলে গ্রামবাসী ও স্থানীয় নারীরা পুলিশকে ঘিরে ধরেন এবং তাদের কাজে বাধা দেন। এই সুযোগে তিনি পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
স্থানীয় সূত্র অনুযায়ী শিবগঞ্জের চকভোলাকা গ্রামে একটি বিবাহ অনুষ্ঠানে অবস্থান করছিলেন রিজ্জাকুল ইসলাম রাজু। তার নামে বিভিন্ন মামলা থাকায় এসআই মামুনের নেতৃত্বে শিবগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সেখানে যায়।
পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন এবং তার হাতে হাতকড়া পরিয়ে দেন। এ সময়, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় নারী ও পুরুষেরা একজোট হয়ে পুলিশের ওপর চড়াও হন এবং তাদের ঘিরে ফেলেন। তারা পুলিশের কাজে বাধা দেন এবং রাজুকে নিয়ে যেতে বাধা সৃষ্টি করেন।
এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থাতেই রিজ্জাকুল ইসলাম রাজু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর সংগ্রহ করার সময় ঘটনাস্থলে পুলিশের গাড়ী ও সদস্যরা উপস্থিত থাকলেও এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাত থেকে আসামির এভাবে পালিয়ে যাওয়া একটি গুরুতর ঘটনা বলে মনে করা হচ্ছে।