
বগুড়া সংবাদ : বুধবার রাতে বগুড়া শহরের চেলোপাড়া পূজামন্ডপে পুজারীদের সাথে শুভেচ্ছা মিনিময় করতে যান বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এ সময় পুজা মন্ডপের সভাপতি শ্রী দীলিপ কুমার রায়, সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস তাকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, কর্ম পরিষদ সদস্য মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন, ৫নং ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলাম, নায়েবে আমীর আলহাজ¦ আব্দুল হান্নান, সেক্রেটারী আব্দুল বাসেদ, ৬ নং ওয়ার্ড আমীর হানজালা ইসলাম প্রমুখ। এ সময় আবিদুর রহমান সোহেল বলেন আমরা সকল ধর্মের লোক ভাই ভাই। দেশে কোন সংখ্যালঘু সংখ্যা গুরু নেই। আমরা সবাই বাংলাদেশী। আমরাসবাই দেশকে সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাস্ট্রে পরিণত করতে চাই। এর আগে শহর আমীর নবাববাড়ী সড়কস্থ জিউ বিগ্রহ পুজা মন্ডপে পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মম্ডপের সভাপতে গৌর চন্দন পোদ্দার, নির্মল বরায় উপস্থিত ছিলেন।