
বগুড়া সংবাদ: দুপচাঁচিয়ার প্রাণকেন্দ্র সিও অফিস বাসস্ট্যান্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন গেটের দুই পার্শ্বে সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বিভিন্ন ধরনের শোভাবর্ধন বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়েছে। ১৬সেপ্টেম্বর বুধবার বিকালে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট(যুগ্ম সচিব) হোসনা আফরোজা এ বৃক্ষ রোপনের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা(পিপিএম), উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ(তদন্ত) নাসিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, অসীম কুমার, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, আহত জুলাই যোদ্ধা সংগঠনের আহবায়ক কাজী ইলিয়াছ কল্লোল, সদস্য সচিব রাসেল আহম্মেদ আদিল, যুগ্ম আহবায়ক রানা ইসলাম, ভয়েস অফ জুলাই সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীদা খাতুন, যুগ্ম আহবায়ক সুমী আক্তার প্রমুখ।