সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ভিভো মোবাইল ফোনের শোরুম উদ্বোধন

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার প্রাণকেন্দ্র নিউ মার্কেটের দ্বিতীয় তলায় শোভা মোবাইল মার্কেটে জনপ্রিয় মোবাইল ফোন ভিভোর শোরুমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় শোভা মোবাইল মার্কেটে আলম মোবাইল হাউজ এর অঙ্গ প্রতিষ্ঠান মোবাইল সিটি এন্ড ইনসাফ গ্যাজেট ইউনিট কেক কেটে এ শোরুমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের ভিভোর জিএম মিস মিন্ডি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের ভিভোর আরএসএম রাজ রহমান, আরআরএম মোহাম্মদ নূরে মোস্তফা মিশুক, নিউ মার্কেট স্বত্বাধিকারী শাহিন আহমেদ, ভিভো ব্র্যান্ড শপ এর প্রোপাইটর এনামুল হক এনাম। এখানে ভিভো অফিসিয়াল মোবাইল ফোন এবং ভিভো ব্র্যান্ডসহ সকল ব্যান্ডের এক্সোসিরিজস পাওয়া যাবে। ভিভোর শোরুমের পরিচালক এনামুল হক এনাম বলেন, বাংলাদেশের মানুষ এখন খুব সৌখিন, তারা এখন চায় উন্নত প্রযুক্তির সর্বোচ্চ সেবা, আর সেই সেবা দিতেই ভিভো বাজারে এনেছে উচ্চ ক্ষমতা সম্পর্ন আন্তর্জাতিক মানের উন্নত প্রযুক্তির অত্যাধুনিক মোবাইল ফোন।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *