সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার মাটিরডালি মোড় এলাকায় এই অভিযান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন ২১-৭৭৯৮ নম্বরের একটি নীল রঙের টাটা পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মোট ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা থানার থৈকরের পাড়ার কফিল উদ্দিন ছেলে তহিদুল ইসলাম তৌহিদ (২০) ও নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার যদুমনি পাড়ার মোজাফফর হোসেন বুড়ার ছেলে মোস্তাকিম (২২)।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও জানান পুলিশ কর্মকর্তারা

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *