বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত “আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৫” এ বৃহস্পতিবার ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত দুটি ম্যাচেই টাইব্রেকারে ফলাফল নিষ্পত্তি হয়। প্রথম ম্যাচে ৩নং ওয়ার্ড টাইব্রেকারে ৫-৪ গোলে ৫নং ওয়ার্ডকে এবং দ্বিতীয় ম্যাচে ১৬নং ওয়ার্ড টাইব্রেকারে ৫-৪ গোলে ৭নং ওয়ার্ডকে পরাজিত করে। নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে ১৭নং ওয়ার্ড ২-০ গোলে ১৫নং ওয়ার্ডকে হারায় এবং মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে সাবগ্রাম ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে ১৮নং ওয়ার্ড। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আলতাফুন্নেছা খেলার মাঠে দিনের দ্বিতীয় ম্যাচের উদ্বোধন করেন এবং খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার আলতাফুন্নেছা খেলার মাঠে বিকেল সাড়ে ৩টায় ৯নং ওয়ার্ড বনাম ১২নং ওয়ার্ড এবং বিকেল সাড়ে ৪টায় ১০নং ওয়ার্ড বনাম ১৪ নং ওয়ার্ড মুখোমুখী হবে। ইতোমধ্যেই নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠ এবং মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠের প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ায় শুক্রবার এই দুই মাঠে কোন খেলা নেই। শনিবার বিকেল সাড়ে ৪টায় মানিকচক উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম সেমিফাইনালে ২০নং ওয়ার্ড মুখোমুখি হবে রাজাপুর ইউনিয়নের।