বগুড়া সংবাদ : বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর গণশুনানিতে সরাসরি অভিযোগের ভিত্তিতে প্রফেশনাল ইউনিভার্সিটি নামে ভুয়া বিশ্ববিদ্যালয়ের পরিচালকসহ দুই জনকে আটক করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) শহরের টিটু মিলনায়তনে অভিযোগ দিলে দুদক চেয়ারম্যান তাদের আটকের নির্দেশ দেন।
দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের উপস্থিতিতে চলা গণশুনানিতে এক যুবক ওই ভুয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন। অভিযোগটি শোনার পর দুদক চেয়ারম্যান দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশে বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসার উপস্থিতিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিচালক সোহেল মণ্ডল এবং তার সহযোগী রাসেলকে আটক করেন। তারা দুজনই বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার বাসিন্দা।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, দুদক চেয়ারম্যানের নির্দেশে তাদের আটক করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
