বগুড়া সংবাদ :রাজশাহী বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যান্ড স্কোৱার অ্যাসোসিয়েশনের ২০২৫ -২০ ২৮ নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার ঢাকার এনএসসি টাওয়ারে পুষ্পদান রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য গৌতম সরকার গোড়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ রুবেল, সদস্য হাবিবুর রহমান হাবিব ,সেলিম হোসেন সরদার, খিজির হায়াত প্রমুখ। সভায় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি খালেদ মাহমুদ রুবেল, সহ-সভাপতি ১ নং সেলিম হোসেন সরদার সাবু ও ২ নং সহ-সভাপতি সদস্য সচিব রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক খিজির হায়াত, কোষাধ্যক্ষ আবু নাসের ডলার, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, কার্যকরী সদস্য গৌতম সরকার গোড়া ,এবি আজাদ সবুজ আব্দুল্লাহ আল মামুন ও মাহমুদুর রহমান। নবনির্বাচিত কমিটি রাজশাহী বিভাগের আম্পায়ারদের মান এবং দক্ষতা উন্নয়নের জন্য কাজ করবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
