বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তিন জন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মোছা: কলি বেগম(২৭), মোছাঃ লামিয়া বেগম (২১) ও মোছা: মিম আক্তার (১৯)।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে থানা পুলিশ জানতে পায় কুড়িগ্রাম আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনে যাত্রীবেশে মাদক নিয়ে যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে বুধবার সকালে রেলওয়ে পুলিশ কুড়িগ্রাম আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনের “ছ” বগিতে অভিযান চালিয়ে ৫৭, ৫৮, ৫৯ সিট নাম্বার থেকে স্কুল ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন থানায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
