বগুড়া সংবাদ : বগুড়ার সদর উপজেলার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৯ জুলাই) সকালে বগুড়া ডিবির অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আমিনুল ইসলাম (৫০), পিতা- মোঃ আব্দুল লতিফ মন্ডল, সাং- নিশিন্দারা, থানা- সদর, জেলা- বগুড়া। তিনি ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর ঘটনায় রুজুকৃত ৯টি মামলার এজাহারনামীয় পলাতক আসামি। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক আইনে মামলা ও দুর্নীতি দমন কমিশনের মামলাসহ মোট ২১টির বেশি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
শনিবার বিকাল ৪ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন। তিনি আরও জানান গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
