সর্বশেষ সংবাদ ::

গণঅভ্যূত্থানে নিহত শহিদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের স্মরণ সভা নিজস্ব প্রতিবেদক

বগুড়া সংবাদ : জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যূত্থানে শহিদ ও আহতদের প্রতি সম্মানসহ দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গণঅভ্যুত্থানে নিহত শহিদের স্মরণে বগুড়ায় স্মরণ সভা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের শহীদ খোকন পার্কে এ সভার আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ¦ মোশারফ হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ মোশারফ হোসেন বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলন ছিল বাংলাদেশে স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে ছাত্রদলের ভূমিকা অন্যতম। বিভিন্ন গুপ্ত সংগঠন এই ভূমিকাকে তাচ্ছিল্য করছে। যারা জীবন দিয়ে মুক্তি এনে দিয়েছেন। তাদের উত্তরসূরি হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেক কর্মী বাংলাদেশকে বুকে ধারণ করবে এবং সামনের দিনে এগিয়ে যাবে। বাংলাদেশে যতবারই স্বৈরাচার আসবে, ততবারই ছাত্রসমাজ জ্বলে উঠবে।
তিনি আরো বলেন, ৫ আগস্ট আমরা স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়েছি। আমাদের এই মুক্তি অর্জনের জন্য অনেক ভাই আহত হয়েছেন এবং অনেকেই শহিদ হয়েছেন। শহিদ এবং আহতদের স্মরণে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

 

Check Also

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথবাহিনীর অভিযানে ৯ মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : বগুড়া শহরের রেলওয়ে কলোনি এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান হয়েছে। বৃহস্পতিবার (১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *