বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার এক নারীকে সেনাবাহিনীতে চাকুরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে প্রতারণার মামলায় মুনমুন আকতার (৩০) নামে এক প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুনমুন আকতার (৩০) নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন বানিয়াপাড়া গ্রামের মোকলেছার রহমানের মেয়ে।
মামলাসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার ভাÐারবাড়ী ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের বকুল মিয়ার মেয়ে আতিয়া খাতুনের (১৯) সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন বানিয়াপাড়া গ্রামের মোকলেছার রহমানের ছেলে রাসেল রহমানের (২৪)। রাসেল মেয়েটিকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার বলে পরিচয় দেয়। তখন মেয়েটি সরল বিশ^াসে সেনাবাহিনীতে চাকুরী নেওয়ার আগ্রহ জানালে রাসেল তাকে চাকুরী দেবে বলে প্রথমে বিকাশ ও নগদ একাউন্টে ১০ হাজার টাকা এবং ২০২৪ সালের ২৮ এপ্রিল ধুনট উপজেলার ভান্ডারবাড়ী বাজারে এসে আরো ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে রাসেল রহমান, তার বোন মুনমুন আকতার ও সহযোগি কল্পনা বেগম বিভিন্ন বিকাশ ও নগদ নম্বরে এপর্যন্ত প্রায় ১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আতিয়া খাতুনের কাছ থেকে।
এবিষয়ে বৃহস্পতিবার প্রতারণার শিকার আতিয়া খাতুন বাদী হয়ে প্রতারক রাসেল রহমান, তার বোন মুনমুন আকতার ও সহযোগি কল্পনা বেগমের নাম উল্লেখ করে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় শুক্রবার অভিযান চালিয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য মুনমুন আকতারকে গ্রেফতার করে ধুনট থানা পুলিশ।
এবিষয়ে ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, সেনাবাহিনীতে চাকুরীর নামে প্রতারণার মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
