বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বিএনপির দায়েরকৃত মামলায় রাসেল মাহমুদ নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদ ধুনট সদরপাড়া এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে এবং তিনি ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সহ-সভাপতি।
মামলা ও স্থানীয়সূত্রে জানাযায়, গত ১৭ ফেব্রæয়ারী রাতে ধুনট বাজারে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মশাল মিছিল বের করে। এসময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এঘটনায় গত ১৯ ফেব্রæয়ারী যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামের পাশাপাশি বিএনপির কিছু নেতকর্মী সহ মোট ৯৬ জনের নাম উল্লেখ করে ধুনট থানায় মামলা দায়ের করেন। এছাড়া ওই মামলায় আরো আসামি করা হয় সাংবাদিক ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষকেও।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গত ১৯ ফেব্রæয়ারী দায়েরকৃত একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসাবে রাসেল মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটি আরো তদন্ত করা হচ্ছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
