সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে সমৃদ্ধি কর্মসূচির আওতায় শেষ হলো যুব প্রশিক্ষণ

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির উদ্যেগে চার দিনের উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় ‘সামাজিক স্বেচ্ছাসেবা, নেতৃত্ব ও সম্প্রীতি উন্নয়ন’ শীর্ষক যুব প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার বিকেলে  বেডো সমৃদ্ধি কর্মসূচির আদমদীঘি উপজেলা ইউনিট কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সার্বিক সহযোগিতায় ও বেডোর বাস্তবায়নে এই প্রশিক্ষণের কার্যক্রম শেষ হয়। এর আগে গত রোববার সকাল সাড়ে ৯টা থেকে ৪ ব্যাচে এই প্রশিক্ষণ কার্যক্রমে শতাধিক যুব পুরুষ ও নারী অংশ

গ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আহাম্মেদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবুল আলম, তারাপুর জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা খায়রুল ইসলাম, দমদমা পূর্ব পাড়া জামে মসজিদের ঈমাম মাওলানা মো: আনিছুর রহমান ও দক্ষিণপাড়া জামে মসজিদের ঈমাম হাফেজ মো: সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বেডোর পরিচালক আতোয়ার হোসেন, জোনাল ম্যানেজার মোস্তফা কামাাল, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা কর্মসূচি সমন্বয়কারী তরিকুল ইসলাম, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শিবনাথ চন্দ্র পাল ও স্বাস্থ্য কর্মকর্তার রুহুল আমিন, বেডোর শাখা ব্যবস্থাপক রাবু হোসেন প্রমূখ।
যুব প্রশিক্ষনে আদমদীঘি সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আসা যুব নারী-পুরুষদের সামাজিক স্বেচ্ছাসেবা মূলক কর্মকান্ড করতে উদ্বুদ্ধকরণ ও নেতৃত্বের বিকাশ ঘটাতে করণীয় এবং সম্প্রীতি উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Check Also

বগুড়া শহর জামায়াতের রুকন সম্মেলনে রফিকুল ইসলাম খান আওয়ামী স্টাইলের কোন নির্বাচন জনগণ হতে দেবেনা

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বতীকালীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *