বগুড়া সংবাদ : বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ডিএসএ কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের রবিবারের দু’টি খেলায় মালতিনগর ওয়ারিয়র্স এবং ব্রাইট স্টার ক্লাব বিজয়ী হয়েছে। প্রথম ম্যাচে ব্রাইট স্টার ক্লাব ২৯ রানে হারায় ইয়ং এক্সপ্রেস কে, দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে সুত্রাপুর কিংসকে পরাজিত করে মালতিনগর ওয়ারিয়র্স।
রবিবার সকালে দিনের প্রথম খেলায় টসে জিতে ব্রাইট স্টার ক্লাব ৯ উইকেটে ১৪৪ রান করে ইয়ং এক্সপ্রেসের বিপক্ষে। দলের পক্ষে শিশির সর্বোচ্চ ৪৭ রান করেন। রেদওয়ানের ব্যাট থেকে আসে ৩০ রান। তানভীর ও মোমিন ৩টি করে, প্রিতম, নুর নবী ও আকাশ ১টি করে উইকেট শিকার করেন। জবাবে ইয়ং এক্সপ্রেস ৮ উইকেটে করে ১১৫ রান। নূর নবী ৪৯ এবং বাশার ২৬ রান করেন। আবির ৩টি, হৃদয় ২টি, রফিউল, শিশির ও ইকবাল ১টি করে উইকেট লাভ করেন। বিজয়ী দলের শিশির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি বিতরন করেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু। এসময় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল উপস্থিত ছিলেন।
দিনের দ্বিতীয় ম্যাচে মালতিনগর ওয়ারিয়র্সের বিপেক্ষ টসে জিতে সুত্রাপুর কিংস প্রথমে ব্যাট করে সব কঠা উইকেট হারিয়ে করে ১১৯ রান। দলের হয়ে রুবেল ও আমিম দুজনেই ১৮ রান করেন। মিলন ৩টি, কিবরিয়া ও নাহিদ ২টি করে, তৌকির, মাহাদী ও ইশতিয়িাক ১টি করে উইকেট শিকার করেন। জবাবে মিলনের অপরাজিত ৪৭ এবং মজিদের অপরাজিত ৩৭ রানে ভর করে ১৫ দশমিক ২ ওভারে ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মালতিনগর ওয়ারিয়র্স। ওপেনার বাপ্পীর ব্যাট থেকে আসে ২৯ রান। একমাত্র উইকেটটি পেয়েছেন সবুজ। এই জয়ের ফলে টানা দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো মালতিনগর। ম্যাচ শেষে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল ম্যান অব দ্য ম্যাচের ট্রফি বিতরন করেন। এসময় আম্পায়ার জাহিদ ইকবাল জিতু, আরমান এবং মালতিনগর ওয়ারিয়র্সের কর্মকর্তা তুষার কান্তি (অরুপ) উপস্থিত ছিলেন। ম্যাচ দুটি পরিচালনা করেন বিপুল, আরমান ও জিতু। সোমবার দিনের প্রথম ম্যাচে সকাল ৯টায় ব্রাইট স্টার ক্লাবের মুখোমুখি হবে মেঘদ্বীপ ক্রীড়াচক্র এবং দুপুর ১টায় ঝোপগাড়ী রাইডার্স খেলবে রসুল স্মৃতি সংঘের বিপক্ষে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা