সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় গুড়ে পাওয়া গেলো নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ , জব্দ ৫ টন গুড়

বগুড়া সংবাদ : গতকাল বিকালে বগুড়া ফতেহ আলী বাজার ও রাজা বাজারে জনাব সুবোধ বোস এর গুড়ের দোকানে অভিযান চালিয়ে গুড়ে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ এর উপস্থিতি নিশ্চিত হলে তারা অপরাধ স্বীকার করে। একইভাবে অনিক ট্রেডার্সও গুড়ে হাইড্রোজ এর উপস্থিতি সংক্রান্ত অপরাধ মোবাইল কোর্ট এর সামনে স্বীকার করে।বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল মাহমুদ এঁর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত গুড় সংরক্ষণ ও বিপননের অপরাধে উভয় প্রতিষ্ঠানে মজুদকৃত আনুমানিক ৫ টন গুড় জব্দ ও জনসম্মুখে ধ্বংস করেন। যার আনুমানিক অর্থ মূল্য ৭ লক্ষ টাকা। এছাড়াও প্রতিষ্ঠান দুটিকে ১ হাজার টাকা করে জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং অন্য আরেকটি প্রতিষ্ঠানকে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও প্রায় ১০০ কেজি হাইড্রোজ মিশ্রিত গুড় জব্দ ও ধ্বংস করা হয়।

ফতেহ আলী বাজার গেট এলাকায় নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মিশ্রিত আনুমানিক ৫০ কেজি জিলাপি জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়।

এসময়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মোঃ রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব শাহ আলী উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম সার্বিকভাবে উপস্থিত ছিলেন।

Check Also

শিবগঞ্জে ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রগতি সংস্থার স্যানিটারি ন্যাপকিন বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন  প্রগতি কল্যাণ সংস্থা সমাজিক সমস্যা সমাধান ও  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *