বগুড়া সংবাদ : বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের মন্ডল পাড়ায় পুকুরে বিষ দিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছের ক্ষতিসাধন করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।শনিবার, ১৫ মার্চ গভীর রাতে মাছা গাড়ি নামের ওই পুকুরে বিষ প্রয়োগ করেছে অজ্ঞাত ব্যক্তিরা।এতে ৯২ শতক জুড়ে বিস্তৃত পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে।
সংবাদ পেয়ে সরেজমিনে দেখা যায়, স্থানীয় ব্যক্তিরা মৃত মাছ গুলো ভাগাভাগি করছেন।এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মো’ বেলাল হোসেন ,সদস্য জুয়েল ,তানভীর তুহিন ,রাজিব,মেহেরুল, বিপ্লব, রতন রাজু সহ স্থানীয়রা।তাদের সাথে কথা বলে জানা যায়, ১৯৯২ সাল থেকেই পুকুরে আশেপাশের স্থানীয় বাসিন্দারা এই পুকুরটিত চাষাবাদ করে আসছিলো। গ্রামের ১২০ টি পরিবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের একজনকে প্রধান উপদেষ্টা ও কয়েকজন কে সদস্য করে প্রত্যেক বছর ওই পুকুরে সম্মিলিত মাছ চাষ করে এবং নির্দিষ্ট সময় পর মাছ তুলে ভাগাভাগি করে নেয়।
তবে ১৯৯২ থেকে ২০২৫ পর্যন্ত শত্রুতা করে অজ্ঞাত দূর্বৃত্তরা ৬ বার বিষ প্রয়োগ করেছে। স্থানীয় জুয়েল বলেন, সর্বশেষ ২০১৬ সালে ২ লক্ষাধিক টাকার ক্ষতির সন্মুক্ষিন হয়েছে তারা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
