
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় এক নাবালিকা মেয়ে(১৬)কে ধর্ষনের অভিযোগে সাগর ওরফে মামুন(২৭) নামের এক যুবককে গত ১৬ফেব্রæয়ারি রোববার ভোর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মামুন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাঁচকুপি সাহারপুকুর এলাকার আলীমের ছেলে। এ ঘটনায় ভিকটিমের পিতা ১৫ফেব্রæয়ারি শনিবার রাতে দুপচাঁচিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
থানার মামলা সূত্রে জানা যায়, গত ৮ফেব্রæয়ারি সকাল সাড়ে নয়টার সময় উপজেলার চন্দ্রদীঘি সাহারপুকুর এলাকার জনৈক এক ব্যক্তির নাবালিকা মেয়ে সাহারপুকুর বাজারে জনৈক নুর মোহাম্মাদের চাতালে তার আত্মীয়কে খাবার দিতে যাবার সময় সাহারপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় পার হয়ে সামনের দিতে এগোতে থাকে। এসময় মামুন ওই মেয়েকে ফুসলিয়ে পাঁচকুপি গ্রামের জনৈক শাহজাহান আলীর লোকজন বিহীন বসতবাড়ির পরিত্যাক্ত ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেখানে ভুক্তভোগী ওই মেয়েকে ৮ফেব্রæয়ারি হতে ১১ফেব্রæয়ারি পর্যন্ত আটকিয়ে রেখে বিভিন্ন সময় ধর্ষণ করে। ইতিপূর্বে সাগর ওরফে মামুন ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়া সহ অশ্লীল কথাবার্তা বলতো এবং রাস্তাঘাটে উত্যক্ত করতো।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেন ধর্ষনের অভিযোগে মামুনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মামুনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা