বগুড়া সংবাদ : বগুড়া শহরের মালতিনগরে অটোচালকের অসাবধাণতায় প্রাণ গেল এক বছরের শিশু হুমায়রার। গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হুমায়রার ভাই চার বছরের শিশু আব্দুল্লাহকে। শিশু দু’টির বাবা মালতিনগরের শান্তিবাগ এলাকার সুলতান আহমেদ।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শহরের মালতিনগরের শান্তিবাগ এলাকায় অটোরিকশা চালক বেখেয়ালে গাড়িটি চালু করে তাতে চাবি রেখেই চলে যান। স্থানীয় শিশুরা চার্জার অটোরিকশায় বসে আপনমনে খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে চালু থাকা অটোরিকশাটির পিকআপ ধরে কোন এক শিশু টান দিলে তা ব্যাক গিয়ারে গিয়ে পিছনে থাকা শিশু হুমায়রাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ ঘটনায় আহত হয় নিহত শিশু হুমায়রার ভাই চার বছরের আব্দুল্লাহ। তাকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
