বগুড়া সংবাদ :বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা এর গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার সকালে উপজেলার কালাই ইউনিয়নের দামগাড়া এলাকা হতে ৫”শ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ কামরুজ্জামান (৪৩)কে একই দিন দুপুরে পাইকড় ইউনিয়নের খিয়ার ভুগইল গ্রামের নিজ বাড়ী হতে ১ হাজার পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ শহিদুল ইসলাম (২৪)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের খিয়ার ভুগইল গ্রামের মৃত হুজুর আলীর পুত্র ও কামরুজ্জামান উপজেলার কালাই ইউনিয়নের দামগাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি পৃথক মামলা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা