সর্বশেষ সংবাদ ::

সোনাতলার ইউএনও একাই চার দপ্তরের দায়িত্ব পালন

সোনাতলার ইউএনও একাই চার দপ্তরের দায়িত্ব পালন

বগুড়া সংবাদ : সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিক একাই চারটি দপ্তরে দায়িত্ব পালন করছেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাজের চাপ বাড়লেও তিনি স্বাভাবিক মনে করেন। স্বীকৃতি প্রামানিক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সোনাতলায় যোগদান করেন ২০২৪ সালের ৮ আগস্ট। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন সোনাতলা থেকে অন্যত্রে বদলী হয়েছেন ৩০ সেপ্টেম্বর। ফলে পদটি শূন্য হলেও এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে গত ৫ আগস্ট থেকে দেশের পটপরিবর্তনের ফলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পৌর-১ শাখার ১৮ আগস্ট- ২০২৪ তারিখের স্মারক নং ৪৬.০০.০০০০.০০০.০৬৩.২৭.০০০২.২৪-৯৯৬ মোতাবেক পৌরসভা অধ্যাদেশ ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে দেশের অন্যান্য পৌরসভার মতো সোনাতলা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদেরকে স্ব-স্ব পদ হতে অপসারণের প্রজ্ঞাপন জারী করে। সেই হিসেবে সোনাতলা পৌরসভার মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম (নান্নু) ও কাউন্সিলররা স্ব-স্ব পদ হতে অপসারণ হয়। ফলে এ পৌরসভার মেয়র পদ শূন্য হওয়ায় সরকারের নির্দেশ মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক গত ১ অক্টোবর-২০২৪ থেকে সোনাতলা পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একই কারণে উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় এ পদেও তিনি দায়িত্ব পালন করছেন। এ নিয়ে বর্তমানে চারটি পদে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চারটি
পদে দায়িত্ব পালনের পাশাপাশি তাঁকে দাপ্তরিক কাজের জন্য মাঝে-মধ্যে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়-সহ অন্যান্য স্থানে প্রয়োজনের তাগিদে যেতে হয়। তারপরও দায়িত্বরত স্ব-পদ ও অন্য তিন দপ্তরে
দায়িত্ব পালন করলে কোনো কাজে কারো অসুবিধা বা হয়রানির শিকারে পড়তে হয় না। যথা সময়ের মধ্যে জনসাধারণ সেবা পাচ্ছেন। সুন্দর ব্যবহার ও নিয়ম মাফিক জনগণের সেবাদানের প্রতি তিনি
বিশ্বাসী। হয়রানী মুক্ত ও যথা সময়ের মধ্যে কাজ পাওয়ার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনাতলায় দীর্ঘদিন থাকলে অনেকটা ভালো হবে বলে মনে করেন উল্লেখিত চার দপ্তরে কর্মরত
কর্মকর্তা,কর্মচারী ও জনসাধারণ। এদিকে স্থানীয়রা জানান ইউএনও’র কাছে কোনো কাগজপত্র স্বাক্ষরের জন্য,সেবা নেয়ার জন্য কিংবা সুপরামর্শ নেয়ার জন্য গেলে তিনি আন্তরিকতার সাথে
বিষয়গুলো দেখেন। তিনি একজন ভালো মনের মানুষ ও ভালো মানের কর্মকর্তা। একাই চার পদে দায়িত্ব পালনে কোনো অসুবিধা বা সমস্যা হচ্ছে কি-না উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এমন প্রশ্ন
করা হলে তিনি জানান আমি কোনো অসুবিধা বা কষ্ট মনে করি না। কারণ আমার ওপর অর্পিত সরকারের দেয়া দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমি মনে করি জনগণের সেবাদানের জন্যই আমি
চাকরি করছি।

Check Also

দুপচাঁচিয়াআছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *