বগুড়া সংবাদ : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও ১১দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, জনগণ এবারের নির্বাচনে ঋণ খেলাপী সন্ত্রাস চাঁদাবাজী প্রত্যাখান করে আগামীর নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্ল কে বিজয়ী করবে। সোমবার দুপুরে ভেলাবাড়ীতে নির্বচনী কাজে নিয়োজিত মহিলা কর্মীদের হামলার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সব সহ্য করব, মা-বোনদের ইজ্জতের ওপর আঘাত সহ্য করা হবে না। নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা চলতে দেওয়া হবে না। তিনি বলেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হলে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, ব্যাংক ডাকাতি সব বন্ধ হয়ে যাবে। সমাজের কোনো স্তরে বৈষম্য থাকবে না। ইনসাফ ভিত্তিক বৈষমীহীন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের আহবান জানান। তিনি সোমবার বিকেলে সারিয়াকান্দির কামালপুর ইউনিয়নের কড়িতলা বাজারে গণসংযোগ ও পথসভায় একথা কথা বলেন। পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসেন, সেক্রেটারী জহুরুল ইসলাম, সাবেক সেক্রেটারী এনামুল হক চন্দনী, বগুড়া -১ আসনের প্রধান নির্বচনী এজেন্ট এ্যাডভোকেট শাহীন মিয়া, কামালপুর ইউনিয়ন আমীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী এই আসনে নির্বাচিত হলে জনগণের মৌলিক এসব সমস্যা সমাধান করে জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। যারা নিজের দলের লোকদের বিরুদ্ধে, চাঁদাবাজি, পাথর মেরে হত্যা, গাড়িচাপা দিয়ে লোক হত্যা করে তারা আগামীর বাংলাদেশ উপহার দিতে পারবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা