সর্বশেষ সংবাদ ::

ভোটারদের দ্বারে দ্বারে তারেক রহমানের ধানের শীষের গণসংযোগে বগুড়া শহর যুবদল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নিরলসভাবে নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি। তিনি প্রতিদিনই নেতা কর্মীদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চাইছেন এবং ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে তিনটায় শহরের ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালান তিনি। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষ কী ধরনের সুযোগ-সুবিধা পাবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আহসান হাবীব মমি বলেন, তারেক রহমানকে বগুড়ার মানুষ সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবে। তিনি এ দেশের প্রধানমন্ত্রী হবেন। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। উন্নয়নের নামে মানুষকে শুধু স্বপ্ন দেখানো হয়েছে, আর দেশের টাকা বিদেশে পাচার করে তারা নিজেরা সম্পদশালী হয়েছে। বগুড়ার সন্তান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে এসেছেন। লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করে নিয়েছে। আমরা তাকে পেয়েছি দেশের উন্নয়নের কান্ডারী হিসেবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব। ধর্মের অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন নির্বাচনে জয়লাভের জন্য কোনো ধরনের মিথ্যা ফতোয়া বা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষের রায় কেনা যাবে না। ভোটাররা এখন অনেক সচেতন। বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের দিন শেষ।দলীয় ঐক্যের বিষয়ে আহসান হাবীব মমি বলেন, ব্যক্তিগত মতভেদ ভুলে দলীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়েও দেশ বড়। এই আদর্শ নিয়েই আমরা এগিয়ে যাব। ধানের শীষের বিজয় নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
১নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মোঃ খোকন এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাসেদ আহমেদ সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড, রাব্বি সহ সভাপতি ১নং ওয়ার্ড,রবিউল ইসলাম, মিন্টু সদস্য ১নং ওয়ার্ড, মোঃ হাবিব সদস্য, মুন সদস্য, লিপটন সদস্য, শাহিন সদস্য, শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তারিক মজিদ সোহাগ, শহর যুবদলের সহ-সভাপতি মোনারুল ইসলাম, শহর যুবদলের সহ-সম্পাদক ওমাইদুল হাবিব মিম, শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা, সিহাব আহম্মেদ সহ-কোষাধ্যক্ষ।, আব্দুল মমিন সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, আব্দুস সামাদ সহ ধর্মীয় সম্পাদক, শহর যুবদলের সদস্য সুজিত জয়সয়াল, ক্ষুদ্র কুটির বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক শাহেদ, আসীস কুমার মহন্ত সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, শহর যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আকরাম হোসেন, শহর যুবদল সদস্য রুবেল, ফাইম, জিতু, ৩ নং ওয়ার্ডের সহ-সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজু, ৪ নং নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি বাইতুল্লা শেখ, ১৮ নং ওয়ার্ড এর সভাপতি মোঃ রোকন হোসেন, মোঃ রাসেল সরকার, ১৯ নং ওয়ার্ডের যুবদল সদস্য মিনারুল হোসেন, মোঃ সাজু ও মিশু সমল কুমার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।বগুড়া সদর আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে এবং নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ধ হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা

Check Also

বগুড়ায় পোস্টাল ব্যালট বাক্স লক কার্যক্রম অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *