বগুড়া সংবাদ: বগুড়ায় জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Infinix–এর নতুন শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ১৪ জানুয়ারি) সন্ধ্যায় শহরের মোবাইল বাজার, সদর পুলিশ ফাঁড়ি গেট, নবাববাড়ী রোডে অবস্থিত শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল মোবাইল ফোন ডিষ্ট্রিবিউটর এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এ এফ এম আসাফদ্দোজা (কার্জন) এবং সহ সভাপতি বিশ্ব নাথ কুন্ড, ইনফ্লিক্স মোবাইল এরিয়া ম্যানেজার সালেহ উদ্দিন আহম্মেদ, জোনাল ম্যানেজার মি: সবুজ, টি এম এস এস মোবাইল ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি শিখর কুমার রায়, এছাড়া আরো উপস্থিত ছিলেন রিওওন, মারুফ, সুমিত,উতপ্পল,সোহেল,বাপ্পি,সহ আরো অনেকে
বক্তারা বলেন, বগুড়ায় ইনফিনিক্সের এই নতুন শো-রুম চালু হওয়ায় ক্রেতারা এখন সহজেই আধুনিক প্রযুক্তির স্মার্টফোন, অফিসিয়াল ওয়ারেন্টি ও উন্নত বিক্রয়োত্তর সেবা পাবেন। এতে স্থানীয় মোবাইল বাজার আরও সমৃদ্ধ হবে এবং কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা জানান, বগুড়ায় ইনফিনিক্সের একমাত্র অফিসিয়াল শোরুম চালু হওয়ায় ক্রেতারা এখন সহজেই সাশ্রয়ী মূল্যে আধুনিক ফিচারসমৃদ্ধ স্মার্টফোন ও বিক্রয়োত্তর সেবা পাবেন। এতে করে বগুড়ার মোবাইল ফোন বাজার আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ‘ মোবাইল বাজার’ শোরুমে ইনফিনিক্সের সর্বশেষ মডেলের স্মার্টফোন, আকর্ষণীয় অফার ও অফিসিয়াল ওয়ারেন্টিসহ বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে ।উদ্বোধন শেষে অতিথিরা শো-রুমটি ঘুরে দেখেন এবং ইনফিনিক্সের নতুন মডেলগুলোর সম্পর্কে খোঁজখবর নেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
