বগুড়া সংবাদ :মহান বিজয় দিবস পালন উপলক্ষ দুপচাঁচিয়া উপজলার তালাড়ার দবখন্ড চকশালা টাইগার ক্লাবর উদ্যাগ ২দিন ব্যাপি অনুষ্ঠান নানা কর্মসূচীর মধ্যদিয় উদযাপিত হয়ছ। কর্মসূচীর মধ্য ছিলা ক্রীড়া প্রতিযাগিতা, বিচিত্রানুষ্ঠান, ফ্রী মডিকল ক্যাম্প, সাবক তালাড়া ইউনিয়নর বীর মুক্তিযাদ্ধা, কতি শিক্ষার্থী, গুণীজন সংবর্ধনা ও অতিথিদর সম্মাননা স্মারক প্রদান। এ উপলক্ষ ১৭ ডিসম্বর বুধবার বিকাল ক্লাব চত্ত¡র ক্লাবর উপদষ্টা সদস্য তালাড়া ইউপি চয়াম্যান আলহাজ্ব মহরুল ইসলামর সভাপতিত্ব ও ক্লাবর সাধারণ সম্পাদক মজিবর রহমানর পরিচালনায় অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখন উপজলা নির্বাহী অফিসার শাহরুখ খান। অন্যান্যদর মধ্য বক্তব্য রাখন উপজলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, বীর মুক্তিযাদ্ধা নজরুল ইসলাম, টিএমএসএস মডিকল কলজ বগুড়ার চক্ষু বিশষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডাঃ এসএ মাকতাদ রাজু, তালাড়া ইউপির প্যানল চয়ারম্যান আব্দুল হানান খদকার, মহিলা সদস্য জসমিন আক্তার লতা, ক্লাবর সভাপতি খদকার সালাহ্ উদ্দীন আহমদ এ্যাপালা প্রমুখ। শষ ক্লাবর পক্ষ হত বীর মুক্তিযাদ্ধা, কতি শিক্ষার্থী, গুণীজনদর সংবর্ধনা প্রদান ও অতিথিদর সম্মাননা স্মারক প্রদান এবং ক্রীড়া প্রতিযাগিতায় বিজয়ীদর মাঝ পুর®ার বিতরণ করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
