বগুড়া সংবাদ: ১৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় যমুনা নিউজ বিডি কার্যালয়ে জাতীয়তাবাদী সাংবাদিক সমাজ বগুড়া আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সবুর শাহ লোটাসের সভাপতিত্বে ফজলে রাব্বি ডলারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন। সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন হানাদারদের দোসর এখনও সক্রিয় তাদের সর্বশেষ শিকার ওসমান হাদী ও এরশাদ উল্লাহ্। বক্তারা তার ও বাংলাদেশের অভিভাবক গণতান্ত্রিক অধিকার আদায়ের আপোষহীন নেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনা করেন। তারা বলেন দেশ বিরোধী চক্রকে লেখনীর মাধ্যমে চিহ্নিত করে জনগনের মধ্যে মুখোস উন্মোচিত করতে হবে।
সভায় বক্তব্য রাখেন নোতুন খবর এর নির্বাহী সম্পাদক ইনছান আলী শেখ, ইনকিলাব এর মহসিন আলী রাজু, মাতৃভাষার রেজাউল হক বাবু, দুরন্ত সংবাদের বজলুর রশিদ সুইট, বগুড়া টেলিগ্রাম এর রায়হান আহম্মেদ তালুকদার রানা, বৈশাখী টিভির সুমন সরদার, সাহাদত সাহিন, নন্দিত টিভির নিবির হোসেন, গণরায় এর মিজানুর রহমান আসিক, বিটিএন এর ইমন প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
