সর্বশেষ সংবাদ ::

নিশিন্দারা যুব সমাজের ফুটবল টুর্ণামেন্টে বারপুর সিজান একাদশ চ্যাম্পিয়ান

বগুড়া সংবাদ : শুক্রবার বিকেলে বগুড়া শহরের ধরমপুর মাঠে নিশিন্দারা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বারপুর সিজান একাদশ ২-১ গোলে বারপুর মধ্যপাড়া নব যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। দিগন্ত আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি এজাজ আহমেদ আসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, ১৬নং ওয়ার্ড জামায়াতের আমীর রেজাউল করিম রেজা, ১৭নং ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুর রউফ পারভেজ, শ্রমিক নেতা নূর মোহাম্মদ মানিক, ইমরান হোসেন আশিক, জিয়াউর রহমান, আরিফুল ইসলাম, মিজানুর রহমান সাগর, রাসেল জিলাদার।  এর আগে খেলা উদ্বোধন করেন শাহীনুর প্রিন্টিং প্রেসের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ মাহাবুবুর রহমান।

Check Also

বগুড়ার উপশহরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শহর আমীর অধ্যক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *