বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বৃহস্পতিবার বিকেলে বগুড়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের উপশহর এলাকায় দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেন । এ সময় উপস্থিত ছিলেন অফিস সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি আজগর আলী, ১৬ নং ওয়ার্ড আমীর রেজাউল করিম রেজা, নায়েবে আমীর সুমন, ১৬ নং ওয়ার্ড সেক্রেটারী সুমন, ১৮ নং ওয়ার্ড আমীর ইব্রাহিম হোসেন, যুব বিভাগের সেক্রেটারী এ এইচ এম শফিক, শ্রমিক নেতা জিয়া আলম প্রমুখ। পরে উপশহর বাজার মোড়ে এক পথসভায় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সঙ্কট দুর্নীতিমুক্ত নেতৃত্ব। দুর্নীতিগ্রস্থ নেতৃত্বের কারণে বাংলাদেশ বারবার পথ হারিয়েছে। আগামীতেও যদি দুর্নীতিগ্রস্থ নেতৃত্বের হাতে রাষ্ট্র ক্ষমতা চলে যায় তবে বাংলাদেশ আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত নেতৃত্বের হাতে রাষ্ট্র ক্ষমতা দিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। আর দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
