সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

বগুড়া সংবাদ : বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়ন (রেজি: নং রাজ–২৪৯১)-এর ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন–২০২৫ এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার ( ৮ নভেম্বর ) সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তফসিল ঘোষণা করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ নভেম্বর ২০২৫ (শনিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত সময়সূচি অনুযায়ী ১২ ও ১৩ নভেম্বর মনোনয়নপত্র বিক্রয় এবং ১৫ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ১৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লিটন শেখ বাঘা, সদস্য সাদেক আলী, সদস্য বি. এম. বকুল ও সদস্য শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আবু সাঈদ,সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

Check Also

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *