বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: গতকাল ৭ই নভেম্বর শুক্রবার বিকেলে গাবতলী উপজেলার পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগ বিপ্লবের সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয় আলোচনা সভা ও বর্ণাঢ্য প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ হয়।
,প্রথমে বিএনপি দলীয কার্যালয়ে বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি আফসার আলী মিজু,মতিয় রহমান মতি , আবু হাসনাত শাহীন, গফুর শাহ, মাহবুব হাসান নেভা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল হোসেন মোল্লা,
আফসার আলী মিজু,আব্দুল গফুর শাহ,ইস্তেমদার আলী ময়না,আবু হাসনাত
শাহিন,মাহবুব হাসান নিভা,যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল,সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ ও শ্যামল তরফদার,দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক,প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দীন বুলবুল,কোষাধক্ষ প্রভাষক হামিদুল হক শিলু,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন,জেলা যুবদলের সদস্য সাব্বির আহম্মেদ, যুবদল নেতা তাজুল ইসলাম,পলাশ,মোহন,বাবু,স্বেচ্ছা সেবকদল নেতা দৌলতজ্জামান দিপু,লিমন,
ছাত্রদল নেতা ফজলে রাহী,কামাল উদ্দিন,রিদয় হাসান,আল আমিন,রাতুল,রাজন,
শাকিল,পৌর শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম,সাধারন সম্পাদক আনিছার রহমান,সাংগঠনিক সম্পাদক আল অমিন বারী
মনিং,যুগ্ম সম্পাদক জুয়েল আহম্মেদসহ প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
