সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বিড়াল হত্যার ঘটনায় নারী গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে মাছ খাওয়ার জেরে গলা কেটে বিড়াল হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নশরতপুরের দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুলবুলি বেগমকে বিকেলে আইনি প্রক্রিয়া শেষে বগুড়া  আদালতে প্রেরণ করা হয়।

জানা গেছে, কয়েক দিন আগে বিড়ালের গলা কেটে হত্যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
বিড়ালের প্রতি এমন নির্মমতার প্রতিবাদে সরব হয় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
এ ঘটনায় গত ৫ নভেম্বর বুধবার আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সংগঠনটির সদস্য এমরান হোসেন। সংগঠনের সুনির্দিষ্ট আইনি অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার দুপুরে অভিযুক্ত বুলবুলি বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম  মোস্তাফিজুর রহমান বুলবুলি বেগমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন বিড়াল হত্যার ঘটনায় ওই  নারীকে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Check Also

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *