বগুড়া পা সংবাদ: বগুড়া সদর-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, “মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। কিন্তু দুঃখজনকভাবে স্বাধীনতার পর থেকে ক্ষমতায় আসা কোনো সরকারই বগুড়ায় পর্যাপ্ত খেলার মাঠ তৈরি করেনি। তরুণ সমাজকে সুস্থ ও শক্তিশালী রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি।”
রবিবার বিকেলে বগুড়া পৌরসভার ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত জনসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। ঝোপগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া এই জনসংযোগ কর্মসূচি ওলিরবাজার, ধরমপুর হয়ে শেষ হয় ঝোপগাড়ি বিশ্বরোড বাজারে।
পথসভা চলাকালে ধরমপুর-ঝোপগাড়ি খেলার মাঠে স্থানীয় খেলোয়াড়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে সোহেল বলেন, “যদি আল্লাহ আমাদের সুযোগ দেন এবং আপনারা আমাদের ওপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ বগুড়ায় জাতীয় মানের ৩ থেকে ৪টি স্টেডিয়াম নির্মাণ করা হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে খেলাধুলার বিকাশ অপরিহার্য।”
এ সময় তিনি ঝোপগাড়ি এলাকায় জনসংযোগকালে স্থানীয়দের সঙ্গে আলাপকালে বলেন, “আমি খোঁজ নিয়ে জেনেছি, এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। নির্বাচিত হলে অতি দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে ইনশাআল্লাহ।” তিনি আরও আহ্বান জানান, বর্তমানে যারা এই দায়িত্বে আছেন, তারা যেন বিষয়টি দ্রুত গুরুত্ব সহকারে বিবেচনা করেন।
পথসভায় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নেতা ও শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর রেজাউল করিম রেজা, ১৭ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুর রউফ পারভেজ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিটের সভাপতি এজাজ আহম্মেদ আসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাধারণ মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত এ জনসংযোগ কার্যক্রমে অংশগ্রহণকারীরা জানান, সোহেল সাহেবের কথায় যে আন্তরিকতা ও বাস্তবচিন্তা প্রতিফলিত হয়েছে, তা বগুড়ার তরুণ প্রজন্মের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
				