বগুড়া সংবাদ :(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়ার) প্রতিনিধি: গাবতলীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনারের সামনে এক পথসভায় মিলিত হয়।
এসময় দলের নেতাকর্মীদের গেঞ্জি ও ক্যাপ সজ্জিত রঙিন ব্যানার, ফেস্টুন এবং জাতীয়তাবাদী স্লোগানে পুরো শহর মুখরিত ছিল। অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা এবং শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন।
আনন্দ মিছিল শেষ পথসভায় সভাপতিত্ব করেন এ সময়ে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবূ হাসান, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু , গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন । গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, যুগ্ম আহ্বায়ক সম্রাট মারুফ, যুগ্ম আহ্বায়ক চঞ্চল কুমার দেব, জেলা যুবদলের সদস্য ছাব্বির আহমেদ, যুবদলের সদস্য জনি ইসলাম,তাজুল ইসলাম, রতন মিয়া, অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অগ্রগতি সম্ভব।
তারা আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে জেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। দল যাকেই নমিনেশন দিবে, যুবদল সব সময় তার পাশে থেকে বিজয় নিশ্চিত করবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
