বগুড়ায় বিএডিসি বীজ ডিলারদের সার  ডিলার হিসেবে নিবন্ধনের দাবি

বগুড়া সংবাদ :বৈষম্য দূরীকরণে বগুড়ায় বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় বিএডিসি বীজ ডিলার বগুড়া জেলা এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন বিএডিসি বীজ ডিলার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা শাকিল, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ মালেক, সদস্য সচিব শাহজালাল সুইট, বগুড়া জেলা কমিটির সদস্য আব্দুস সালাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বীজ ডিলারগণ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও আধুনিক কৃষিব্যবস্থার প্রসারে দীর্ঘকাল ধরে দায়িত্ব পালন করে আসছে। কৃষক পর্যায়ে মানসম্মত বীজ সময়মতো পৌঁছে দিয়ে কৃষি উৎপাদনকে গতিশীল রাখাই আমাদের প্রধান অঙ্গীকার। সারাদেশে বর্তমানে প্রায় ১১ হাজার বিএডিসি বীজ ডিলারের মধ্যে ইতিমধে ৫ হাজার ২০০জন সার ডিলার হিসেবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারা সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। এই পরিসংখ্যান প্রমাণ করে যে অবশিষ্ট ডিলারদেরও সার ডিলারশিপ প্রদান করা হলে কৃষি উপকরণের সরবরাহ আরও সুষম ও নিশ্চিত হবে। অবশিষ্ট বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Check Also

বগুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে করতোয়া নদীতে মাছেরপোনা অবমুক্ত করণ

বগুড়া সংবাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছেরপোনা অবমুক্ত করা করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *