
বগুড়া সংবাদ : সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি,জামরুল কলেজের প্রতিষ্ঠাতা,৯০-এর আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ এ.এস.এম. রফিকুল ইসলাম সোমবার ৯জুন সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়ন-সহ অন্যান্য ইউনিয়নে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি জনগণকে ঈদের শুভেচ্ছা জানান এবং সেইসাথে কুশলাদি বিনিময় করেন। তিনি বক্তব্যে বলেছেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া জিয়ার সৈনিক। তার আদর্শকে ধারণ ও লালন করে বিএনপি সংগঠন করি। শহীদ জিয়ার মতো বিএনপি ও অঙ্গদলের প্রতিটি নেতাকর্মি যেন তার আদর্শ ও নীতি নৈতিকতা নিয়ে চলে। দলের জন্য তথা দেশের জন্য আমরা যেন কল্যাণমূলক কাজ করে যেতে পারি। আমি একজন অধ্যক্ষ। অধ্যক্ষ অর্থ একজন শিক্ষক। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকরাই পারেন মানুষকে সঠিক পথে নিয়ে যেতে। আমি চাই আগামীতে সোনাতলা-সারিয়াকান্দি নির্বাচনী এলাকায় একজন ভালো মানুষ সংসদ সদস্য নির্বাচিত হোক। জনগণও চায় ভালো মানুষকে। গণসংযোগকালে তার সাথে ছিলেন আমজাত হোসেন,মোনাহার শেখ,আবু সাঈদ,বাদশা মিয়া,লোকমান হোসেন,লিটন মিয়া, শিবলু মিয়া,গোলজার রহমান,শাকিব হোসেন-সহ অনেকে।