
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় ঢাকাস্থ কল্যাণ সমিতির আয়োজনে ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সোনাতলা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে নীলদল একাদশ ও লালদল একাদশ অংশ নেয়। খেলার নির্দ্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে সক্ষম না হওয়ায় অবশেষে টাইব্রেকারে গড়িয়ে যায়। টাইব্রেকারে নীলদল একাদশ লালদল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ সোনাতলা কল্যাণ সমিতির সদস্য সচিব শাফিউল ইসলাম বিব্বু,সিনিয়র সদস্য আশরাফুল হায়দার সুমন, যুগ্ম আহŸায়ক ওয়াসিম মানিক, সামিউল বাসার নয়ন, সদস্য আবু সালেহ, শওকত কবীর, হাসানুর রহমান সজিব, লাপিজুর রহমান বাবু, রাশেদুল ইসলাম,মামুনুর রশীদ মামুন, মেহেদী হাসান সনি, রবিউল ইসলাম শাকিল, শাহরিয়ার হাসিব, সোনাতলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাংবাদিক লেখক-সম্পাদক ইকবাল কবির লেমন, ক্রীড়াবিদ আবু সায়েম চঞ্চল ও জুয়েল-সহ অনেকে