
বগুড়া সংবাদ : বাংলাদেশ প্রাণসিম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি বৃহত্তর বগুড়া জেলা শাখার আয়োজনে ৭ দফা দাবীতে আজ বুধবার সকাল ১১ টায় সাতমাথায় সমাবশে ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আহব্বায়ক মোঃ রেজওয়ানুল হক, বগুড়া সদর উপজলোর মোঃ রাজু সরকার, মোঃ রুহুল আমিন, গাবতলী উপজেলার কলুল সরকার, সারিয়াকান্দি উপজেলার মোঃ জাহাঙ্গীর আলম, সোনাতলা উপজেলার মোঃ শফকিুল ইসলাম, মোঃ আবু তালবে, শিবগঞ্জ উপজেলার মোঃ আবু হাসান, কাহালু উপজেলার মোঃ আব্দুল মান্নান, মোঃ মজনুর রহমান, ধুনট উপজেলার মোঃ আব্দুল মান্নান, মোঃ আব্দুছ ছাত্তার, নন্দীগ্রাম উপজেলার মোঃ সাদকিুল ইসলাম, শেরপুর উপজেলার মোঃ আইয়ুব আলী, আদমদীঘি উপজেলার মোঃ আজজিুল হক, মোঃ জাহাঙ্গীর আলম, দুপচাঁচিয়া উপজেলার মোঃ ছাইফুল ইসলাম, জয়পুরহাট জেলার সভাপতি মোঃ আমজাদ হোসনে, মোঃ গোলাম মোস্তফা, মোঃ ফিরোজ আহম্মদে, মোঃ আতকিুর ইসলাম, বৃহত্তর বগুড়া জলোর সদস্য সচবি মোঃ ফরদিুল ইসলাম।
মানববন্ধনে বৃহত্তর বগুড়ার সকল অবহলেতি এআই টকেনশিয়িানগণ উপস্থতি ছিলেন। মানববন্ধন থেকে তারা ৭ দফা দাবী পেশ করেন।