সর্বশেষ সংবাদ ::

নাতীর খাবার আনতে গিয়ে বাস চাপায় দাদার মৃত্যু

নাতীর খাবার আনতে গিয়ে বাস চাপায় দাদার মৃত্যু

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুরে নাতীর খাবার আনতে গিয়ে বাস চাপায় নিহত হয়েছেন দাদা আলহাজ্ব আব্দুস সাত্তার (৮০)।

নিহত আব্দুস সাত্তার উপজেলার মাঝিড়া  ইউনিয়নের সাজাপুর উত্তরপাড়ার কাশেম আলী সাকিদারের ছেলে। তিনি স্হানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

মঙ্গলবার(২৬ নভেম্বর) সন্ধ্যায় মরদেহের ময়না তদন্ত শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে ফুলতলা ফটকি এলাকায় নাতীর জন্য খাবার আনতে যান দাদা আব্দুস সাত্তার। এসময় ঢাকা-বগুড়া  মহাসড়ক পারাপারের সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা আল হামারা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় এলাকাবাসী বাস আটক করলেও চালক ও হেলপার পালাতক রয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আজিজুল ইসলাম জানান, আব্দুস সাত্তার সাকিদার মহাসড়কের পশ্বিম পার্শ্বে থেকে পূর্ব পার্শ্বে রাস্তা পারাপারের সময় দুরপাল্লার বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হোন। ঘাতক বাসকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহের ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *