

চাকুরীতে পূণঃবহালের দাবীতে জরুরী সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ: অদ্য ০৮/১০/২০২৪ইং মঙ্গলবার সকাল ১১টায় বগুড়া স্টেডিয়াম শাপলা চত্বরে এসেনসিয়াল ড্রাগস কোং লিঃ বগুড়া শাখার চাকুরীচ্যুত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের চাকুরীতে পূণঃবহালের দাবীতে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা তৌহিদুর রহমান খোমিনী। সভা পরিচালনা করেন- চাকুরীচ্যুত শ্রমিক নেতা হুমায়ুন কবির। উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব লিটন শেখ বাঘা, এসময় চাকুরীচ্যুত বিভিন্ন কর্মচারীগণ বলেন আগামীতে চাকুরী ফিরে পেতে সাংবাদিক সম্মেলন, মানবন্ধন, এসেনসিয়াল ড্রাগস এর সামনে অবস্থান কর্মসূচী, ঢাকায় এমডির সঙ্গে সাক্ষাত, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ও উপদেষ্টা বরাবর, স্মারক লিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। চাকুরী ফিরে পেতে বগুড়া জেলা বিএনপি সহ সাংবাদিক ও বর্তমান উপদেষ্ট মন্ডলী সহ সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত কর্মসূচী সফল করার লক্ষ্যে দুই শতাধিক চাকুরীচ্যুত শ্রমিকদের মধ্যে থেকে শ্রমিক নেতা তৌহিদুর রহমান খোমিনী কে আহŸায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জুলফিকার আলী, এ.কে.এম নজরুল ইসলাম, জিল্লুর রহমান, হাবিবুর রহমান, বিপ্লব, হাবিবুর রহমান, রোস্তম আলী, নেহাজ সাহা, মাহবুবর রহমান, সোলাইমান আলী, সুমন হাসান, হেলাল উদ্দিন, আব্দুল হাকিম, সাইফুল ইসলাম, মতিউর রহান, মোহাম্মদ উল্লাহ, ইউনুছ আলী, আঃ আলিম, আঃ হান্নান, আবুল কাশেম, নজরুল, এমদাদুল হক, সাহাবুদ্দিন, নয়ন, শফিকুল, আঃ রহমান, মাহবুবর রহমান, গোলাম আজম, আরিফুর, আঃ সালাম, জহুরুল, জার্জিস, শহিদুল, সাবান আলী, সাইফুল, মন্তেজার, সিদ্দিক, আঃ খালেক, বিলু, ফিরোজ আহম্মেদ, সাজ্জাদ, মোস্তফা, আবু তাহের, ফারুক আহম্মেদ, হাবিবুর রহমান, রাশেদুল, খোকন, আলমগীর কবির, রুহুল আমিন, মিজানুর, হামিদুর, মোফাজ্জল, হাফিজার, জিয়াউর, আনিছার, রফিক, মোখলেছার, জাহাঙ্গীর, সিদ্দিক, মুকুল, মোমিন, ফরহাদ, ছালাম, তহিদুর, অনুকুল চন্দ্র, মোক্তাদির, তাইবুর, মুনছুর, বুলবুল, জাহিদুর সহ চাকুরীচ্যুত কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা