সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দুপচাঁচিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :দুপচাঁচিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে গত ১৬জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, সহকারী কমিশকার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, ওসির প্রতিনিধি এসআই আল ইমরান, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, উপজেলা দুপ্রকের সভাপতি গাজিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স প্রমুখ।

Check Also

Виртуальное игорное заведение с слотами и усовершенствованным фильтром

Виртуальное игорное заведение с слотами и усовершенствованным фильтром Онлайн игорные заведения с слотами предлагают игрокам …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *