বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট সরকারি ডাকবাংলার কক্ষে এক প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে মহিদুল হাসান মিলন (৩২) নামে এক লম্পট প্রেমিককে
গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ মে) মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মহিদুল হাসান মিলন (৩২) ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে। মামলাসূত্রে জানাগেছে, সিরাজগঞ্জ জেলা সদরের ইসলামপুর গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে ঢাকায় গার্মেন্টসে চাকুরি করার সুবাদে কাপড় ব্যবসায়ী মহিদুল হাসান মিলনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মহিদুল হাসান মিলন তার প্রেমিকাকে বিয়ে প্রলোভন দেখিয়ে তাকে ধুনটে আসতে বলে। প্রেমিকের কথা অনুযায়ি গত ৮ মে সন্ধ্যা ৬টার দিকে মেয়েটি ঢাকা থেকে ধুনটে আসে এবং তারা ধুনট সরকারি ডাক বাংলার মাঝখানের একটি কক্ষ ভাড়া নেয়। রাত ১০টায় মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ
করে প্রেমিক মহিদুল হাসান মিলন। পরদিন ৯ মে রাত সাড়ে ১০টার দিকে আবারো তাকে ধর্ষণ করে প্রেমিক। এরপর মেয়েটি বিয়ের কথা বললে প্রেমিক মহিদুল হাসান মিলন বিভিন্ন তালবাহানা করতে থাকে। একপর্যায়ে ১০ মে প্রেমিকাকে ডাক বাংলাতে রেখে খাবার আনতে বাহিরে যায় প্রেমিক। কিন্তু
দীর্ঘ সময়েও সে ফিরে না আসলে অনেক খোঁজাখুজির পর নিরুপায় হয়ে মেয়েটি ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ধুনট থানা পুলিশ ধর্ষিতার ওই অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডভুক্ত করে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ধর্ষক প্রেমিক মহিদুল হাসান
মিলনকে গ্রেফতার করে। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে ধুনট সরকারি এই ডাকবাংলায় একটি কক্ষ ভাড়া নিতে হলে সাধারণ নাগরিককে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে
আবেদন করে অনুমতি নেয়ার নিয়ম থাকলেও সেখানকার কেয়ারটেকার জাহাঙ্গীর হোসেন কোন কিছুর তোয়াক্কা না করেই প্রেমিক- প্রেমিকা বা অনৈতিক কার্যকলাপের জন্য কক্ষ ভাড়া দিয়ে অবৈধভাবে অর্থ আদায় করে আসছেন বলেন জানিয়েছেন স্থানীয়রা। এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, ডাকা বাংলায় থাকতে হলে আবেদন করতে হবে এবং তাদের ঠিকানা যাছাই বাছাই করে নির্ধারিত ফি জমা দেওয়ার পর সেখানে থাকা যাবে। কিন্তু মহিদুল হাসান মিলন নামে কোন ব্যক্তি সেখানে থাকার জন্য আবেদন করেনি। তারা কিভাবে সেখানে অবস্থান করেছিল
এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Check Also
ধুনটে কৃষক প্রশিক্ষণ ও ধান বীজ বিতরণ
বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর প্রিমিয়াম কোয়ালিটি ধান প্রযুক্তি …